২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৪, বিজ্ঞান

অধ্যায় তিন : জীবনের জন্য পানি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় তিন : জীবনের জন্য পানি’ থেকে ৪টি যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : আমাদের প্রাত্যহিক জীবনে পানির পাঁচটি ব্যবহার লিখ।
উত্তর: আমাদের প্রাত্যহিক জীবনে পানি নানা প্রয়োজনে ব্যবহার করা হয়। নিম্নে আমাদের প্রাত্যহিক জীবনে পানির পাঁচটি ব্যবহার দেয়া হলো-
১. রান্নার কাজে ব্যবহার করা হয়।
২. গোসল, শৌচাগারে, কাপড় ধোয়া ও অন্যান্য বস্তু ধোয়ার কাজে পানি ব্যবহার করা হয়।
৩. সেচের কাজে পানি ব্যবহার করা হয়।
৪. অগ্নিনির্বাপণ কাজে পানি ব্যবহার করা হয়।
৫. তৃষ্ণা নিবারণের জন্য আমরা বিশুদ্ধ পানি পান করি।
প্রশ্ন : পানির অপচয় করলে আমাদের জীবনে কিরূপ প্রভাব পড়বে?
উত্তর : পানির অপচয় করলে আমাদের নানা ধরনের সমস্যায় পতিত হতে হবে। পানির অপচয় করলে আমাদের জীবনে যেরূপ প্রভাব পড়বে তা হলো-
১. নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি শুকিয়ে যাবে।
২. বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেবে।
৩. প্রয়োজনের সময় মানুষ পানি পাবে না।
৪. মাটির নিচের পানির স্তর নেমে যাবে।
৫. কৃষিকাজে সেচের ব্যাঘাত হবে।
৬. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
৭. পানির অভাবে উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে ইত্যাদি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
প্রশ্ন : নিরাপদ পানি কী? বন্যা ও জলোচ্ছ্বাসের সময় পানি ফোটানো সম্ভব না হলে কিভাবে বিশুদ্ধ করা হয়?
উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি। বন্যা ও জলোচ্ছ্বাসের সময় পানি ফোটানো সম্ভব না হলে পানির সাথে রাসায়নিক পদার্থ মিশিয়ে তা বিশুদ্ধ করা হয়। পানি বিশোধনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি। অবিশুদ্ধ পানির সাথে প্রয়োজনমতো ওই রাসায়নিক দ্রব্য মিশিয়ে পানি কিছুক্ষণ রেখে দেয়া হয়। পরে পানযোগ্য করতে পানিকে ছেঁকে নেয়া হয়।
প্রশ্ন : কিভাবে পানি দূষিত হয়? শুভদের পুকুরের পানি দূষিত হয়েছে। এ দূষিত পানির ক্ষতিকর দিকগুলো চারটি বাক্যে উল্লেখ করো।
উত্তর : প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। দূষিত পানি জীবনের জন্য খুব ক্ষতিকর। দূষিত পানির ক্ষতিকর দিকগুলো হলো-
ক. দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা দেয়।
খ. পানি দূষণের ফলে পুকুরের মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে।
গ. পুকুরের দূষিত পানি পান করলে পেটের পীড়া ও চর্মরোগ দেখা দিতে পারে।
ঘ. জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে।
শুভদের পুকুরের দূষিত পানি ব্যবহার করলে উল্লিখিত ক্ষতির সম্মুখীন হতে হবে।


আরো সংবাদ



premium cement